আইইএলটিএস: লিসেনিংয়ে ম্যাপ ডায়াগ্রামে ভালো করার উপায়

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ১৬:৩৭

আইইএলটিএস লিসেনিং মডিউলের 'ম্যাপ' অংশের প্রশ্নের ধরনটি খানিকটা জটিল। সমাধান করতে গিয়ে অনেক পরীক্ষার্থী সমস্যার সম্মুখীন হোন। তবে প্রস্তুতির অংশ হিসেবে কিছু কৌশল অবলম্বন করে এই ধরনটি নিয়ে নিয়মিত চর্চা করলে সমাধান সহজ হয়ে যায়। 


লিসেনিং মডিউলের অন্তর্গত ম্যাপ সমাধানের কয়েকটি উপায় নিয়ে আজকের এই আয়োজন। 


প্রথমে ম্যাপ ধরনটি আদতে কী জাতীয় প্রশ্ন সেটা বোঝা জরুরি। এই প্রকারের প্রশ্নে দেখা যায় নানাবিধ স্থাপনা সমেত একটি জায়গার ম্যাপ দেওয়া হয়েছে। উক্ত প্রশ্নের ধরনের অংশ হিসেবে ডায়াগ্রামকেও অন্তর্ভুক্ত করা হয়। চলমান অডিওতে ম্যাপের কোথায় কী আছে তার বর্ণনা দেওয়া হয়। এরই সঙ্গে ম্যাপে উল্লেখিত জায়গার কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথ বলে দেওয়া হয়। ম্যাপে থাকা জায়গায় বিভিন্ন স্থাপনা, রাস্তা, মোড় ইত্যাদির নাম দেওয়া থাকে। আর বাকি কিছু স্থাপনার নাম প্রশ্নে দেওয়া হয়। সেসব স্থাপনা ম্যাপের কোথায় বসবে তা সঠিকভাবে চিহ্নিত করাই এই জাতীয় প্রশ্ন সমাধানের উদ্দেশ্য। প্রশ্নে থাকা স্থাপনা সমূহের সঠিক অবস্থান নির্ণয় করতে হয় সঠিকভাবে অডিওতে বলে যাওয়া নির্দেশনা শুনে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও