ঢাকা থেকে দেখা ইম্ফলের ধোঁয়া

সমকাল শেখ রোকন প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ০২:০১

ঢাকা থেকে ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের দূরত্ব খুব বেশি নয়। কিন্তু ভৌগোলিক দুর্গমতার কারণে সেই দূরত্ব সড়কপথে দাঁড়ায় বহু গুণ। তাতে অবশ্য মণিপুরের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক নৈকট্য ম্লান হয়ে যায় না। এমনকি রাজ্যটিতে যুযুধান দুই পক্ষের অনেকে ঢাকার অনেকের ব্যক্তিগতভাবেও পরিচিত।


যেমন ভারতের বর্তমান মন্ত্রিসভার পররাষ্ট্র ও শিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রাজকুমার রঞ্জন সিংয়ের মণিপুরের বাড়িও সংঘাতের জের ধরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ইম্ফল ইস্ট জেলার বাসিন্দা এবং লোকসভায় রাজ্যের মাত্র দুটি আসনের একটি ইনার মণিপুর থেকে নির্বাচিত আর কে সিং বিজেপিতে যোগ দেওয়ার আগে টিপাইমুখ ড্যামবিরোধী আন্দোলনের নেতা ছিলেন। সেই সূত্রে তিনি ঢাকায় পরিবেশ আন্দোলনে জড়িত অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত। টিপাইমুখ ড্যামবিরোধী আন্দোলনের বিভিন্ন সভা ও সম্মেলনে যোগ দিতে একাধিকবার তিনি ঢাকা এসেছেন। আমার সঙ্গেও দেখা হয়েছে, কথা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও