সঞ্চয় করে লক্ষপতি হতে চাইলে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ২২:৪৫

কিছু সাধারণ নিয়ম মেনে চললে আর লক্ষ্যে অবিচল থাকলে একটা নির্দিষ্ট সময় পরে দশ লাখ টাকার অধিকারী হওয়া অসম্ভব হবে না।


কীভাবে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করে ভবিষ্যতে ভালো একটা অংকের মালিক হতে পারেন সে সম্পর্কিত প্রচুর পদ্ধতি অনলাইনে পাওয়া যায়।


এ সম্পর্কিত উৎস থেকে সঞ্চয় ও বিনিয়োগের ভালো ধারণা পাওয়া সম্ভব। অবসরে যাওয়ার পর মানুষ যাতে অর্থকষ্টে না পড়ে, সেটাই হল এর উদ্দেশ্য।


একজন সঞ্চয়কারী প্রতি মাসে কত করে জমালে ‘মিলিয়নিয়ার’ হতে পারেন সে সম্পর্কিত একটা লেখা ২০১৬ সালে সিএনএন প্রকাশ করে।


সেই প্রতিবেদনে বলা হয়, কেউ যদি মাসে ১৭৫ ডলার করে নিয়মিত সঞ্চয় করেন, তাহলে চল্লিশ বছর পর তিনি ‘মিলিয়নিয়ার’ হতে পারবেন। তবে এজন্য সঞ্চয়কারীকে এমন খাতে বিনিয়োগ করতে হবে যেখান থেকে ১০% মুনাফা পাওয়া যাবে।


ঠিক একইভাবে যদি ১৭৫ ডলারের পরিবর্তে প্রতি মাসে ১৭৫ টাকা করে জমানো যায় তাবে বাংলাদেশেও চল্লিশ বছর পর দশ লাখ টাকার মালিক হওয়া সম্ভব।


শিরোনাম দেখে যতটা উৎসাহ নিয়ে পড়া শুরু করেছিলেন এখন নিশ্চয় লম্বা সময়ের কথা ভেবে হতাশ হয়েছেন। কিন্তু একটু ভেবে দেখুন, যদি অল্প করে সঞ্চয় করে যান তাহলে একটা দীর্ঘ সময় পরে ভালো একটা অংক পাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও