ঐতিহাসিক জয়ের ক্ষণে হাসপাতালে স্বর্ণা
ওয়ানডে অভিষেকে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামার কথা ছিল স্বর্ণা আক্তারের। পেটের পীড়ায় ভুগে পরে আর মাঠেই নামতে পারেননি। ৬ বল হাতে থাকলেও ৯ উইকেটেই ইতি ঘটে বাংলাদেশের ইনিংসের। ব্যথা বাড়ায় স্বর্ণাকে নেয়া হয় হাসপাতালে। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের ক্ষণে চলতে থাকে নানা পরীক্ষা-নিরীক্ষা।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশে থাকা স্বর্ণা ম্যাচের আগমুহূর্তে পেটে ব্যথা অনুভব করেন। কিছুতেই তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। ক্রিজে একে একে বোলাররা নামতে শুরু করেন। তখন বোঝা যায় মিডলঅর্ডার ব্যাটার স্বর্ণার কিছু একটা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, পেটের পীড়া।
স্বর্ণা নামতে পারলে বাংলাদেশের রান আরও কিছুটা বাড়তে পারত। যদিও ছোট সংগ্রহের ব্যাপারটি উপলব্ধি করতে মোটেও দেননি বোলাররা। ১৫২ রানের পুঁজি নিয়েই ভারত-বধ করেছে টিম টাইগ্রেস। মারুফা আক্তার-রাবেয়া খানের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকরা জয় পায় ৪০ রানে।