You have reached your daily news limit

Please log in to continue


একটি কাঁঠাল ও কয়েকটি জীবন

পত্রিকার পাতায় যাঁরাই ঘটনাটির খবর পড়েছেন, তাঁরাই বিস্ময়ে হাঁ হয়ে গেছেন—এটা আমার বিশ্বাস। মাত্র একটি কাঁঠালের নিলামকে কেন্দ্র করে সৃষ্ট কলহ থেকে সংঘর্ষে প্রাণ হারিয়েছে চারজন। ১১ জুলাইয়ের আজকের পত্রিকাসহ প্রায় সব দৈনিকেই খবরটি বিশেষ গুরুত্বসহ প্রকাশিত হয়েছে। ঘটনা ঘটেছে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলশ ইউনিয়নের হাসনাবাদ গ্রামে। মর্মান্তিক ওই হত্যাকাণ্ড ১০ জুলাই ঘটলেও এর সূত্রপাত হয়েছিল ৭ জুলাই শুক্রবার। ওই দিন হাসনাবাদ গ্রামের মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। কাঁঠাল তোলা হয় নিলামে। উদ্দেশ্য কাঁঠাল বিক্রির টাকা মসজিদের ফান্ডে জমা হবে। নিলামে কাঁঠালটির দাম ওঠে তিন শ টাকা।

কিন্তু নিলামের সময় এক পক্ষের লোকজন দাবি করে তারা আওয়াজ শুনতে পাচ্ছে না। এ নিয়ে দুই পক্ষের তর্কাতর্কি হয়। পত্রিকার খবরে বলা হয়েছে, হাসনাবাদ গ্রামে আগে থেকেই ‘সরাই মোড়ল গোষ্ঠী’ আর ‘মালদার গোষ্ঠী’ নামে দুটি পক্ষ ছিল। জমিজমার আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ-বিসংবাদ লেগেই থাকে। তো শুক্রবারের নিলামের সে ঘটনার জের গড়ায় সোমবার পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন