মার্কিন ডলার কি রিজার্ভ মুদ্রার মর্যাদা হারাচ্ছে?

সমকাল আমোল আগরওয়াল প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ০১:৩০

গত ৩ জুলাই প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, ভারত-রাশিয়ার তেল আমদানির বিল পরিশোধ করছে চীনা ইউয়ান বা রেনমিনবি দ্বারা। কেন ভারতকে চীনা ইউয়ানে রাশিয়ান তেলের দাম দিতে হলো? এ লেনদেন বিশ্ব অর্থনীতির জটিল বাস্তবতাকে প্রতিফলিত করে। গত ১৫ বছরে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতি একটি উথালপাতাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রতিফলন মুদ্রা বাজারেও দেখা যাচ্ছে।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন ডলার বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব মুদ্রাবাজারে আধিপত্য বিস্তার করে। একটা পর্যায়ে বিশ্ব অর্থনীতিতে মার্কিন শেয়ার কমতে শুরু করে কিন্তু লেনদেনে তার মুদ্রা মার্কিন ডলার– তার শেয়ার ধরে রাখতে সক্ষম হয়; রিজার্ভ মুদ্রা হিসেবেও এর উচ্চতা অব্যাহত থাকে। সাবেক ফরাসি প্রেসিডেন্ট যিনি একসময় দেশটির অর্থমন্ত্রীও ছিলেন– ভ্যালেরি জিসকার্ড দ্য ইস্টাইংয়ের কথা হয়তো অনেকের মনে আছে। ফ্রান্সে অনেক নতুন ধ্যান-ধারণার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি তৈরির জন্যও স্মরিত হন তিনি। এ জিসকার্ড মার্কিন ডলারের অবস্থান ব্যাখ্যা করার জন্য ‘অতিরিক্ত বিশেষাধিকার’ শব্দটি তৈরি করেছিলেন। তাঁর এই বিশেষাধিকার তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে ১৯৯৯ সালে নির্দিষ্ট কিছু ইউরোপীয় দেশ ইউরোর জন্য তাদের নিজস্ব মুদ্রা ত্যাগ করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও