সান বার্ন— শিশুদের কেন হয়, এর লক্ষণ, করণীয় ও চিকিৎসা
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩, ০৯:৩১
প্রখর রোদে মাত্র ১৫ মিনিট থাকলেই রোদে পোড়া অবস্থার সৃষ্টি হয়। যদিও এর থেকে অস্বস্তি ভাব দেখা দেওয়া কিংবা ত্বক লাল হয়ে যাওয়া সহসা কয়েক ঘণ্টার মধ্যে অনুভূত না। তবে বারবার এ ধরনের রোদে পোড়া ঘটতে থাকলে ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে যেসব পরিবারে ত্বকের ক্যান্সার হওয়ার ইতিহাস আছে, যেসব বাচ্চার ত্বকে মোল (বড় আকারের তিল) আছে এবং ধবধবে সাদা চামড়া বা চুলের শিশুর ক্ষেত্রে এই ঝুঁকি অধিকতর।
সান বার্নের লক্ষণ
মৃদু মাত্রার রোদে পোড়া—
- ত্বক লাল ও উত্তপ্ত;
- ব্যথা
- চুলকানো