কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদেশে ৩ দিনে ‘প্রিয়তমা’র আয় ৪৪ হাজার ডলার

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ১৪:০৪

ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ দেশের হলগুলোতে ভালো সাড়া ফেলেছে। পাশাপাশি ৭ জুলাই থেকে সিনেমাটি চলছে যুক্তরাষ্ট্রের এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস এবং কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের মোট ৪২টি হলে।


সেখানে প্রিয়তমা পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব গতকাল জানিয়েছেন, শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার হলগুলোতে ভালো সাড়া ফেলেছে সিনেমাটি। মুক্তির প্রথম তিন দিনে প্রিয়তমা আয় করেছে ৪৪ হাজার ডলার, যা উত্তর আমেরিকার বক্স অফিসে কোনো বাংলাদেশি সিনেমার চতুর্থ সর্বোচ্চ ওপেনিং।


অলিউল্লাহ সজীব বলেন, ‘এখন হলিউড সিনেমার পিক মৌসুম হওয়ায় প্রিয়তমা কানাডা ও আমেরিকার মাত্র ৪২টি হলে মুক্তির সুযোগ পেয়েছে। ‘ইন্ডিয়ানা জোনস’, ‘জয় রাইড’, ‘মিশন ইম্পসিবল’ সিনেমাগুলোর কারণে কানাডা আমেরিকার চেইনগুলো এ মুহূর্তে পর্যাপ্ত থিয়েটার দিতে পারছে না। তারপরও প্রথম তিন দিনে প্রিয়তমা ৪৪ হাজার ডলার গ্রস করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও