বিএনপি শক্তি দেখালে আওয়ামী লীগ কী করবে
এ লেখাটি ছাপা হওয়ার দিন, অর্থাৎ ১২ জুলাই রাজধানীতে রাজনৈতিক ‘শক্তি’ দেখাতে মাঠে থাকবে আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে করবে শান্তি সমাবেশ আর বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বড় শোডাউন করে সরকার পতনের এক দফা ঘোষণা দিয়ে নতুন আন্দোলনের সূচনা করবে। দুই দলের পক্ষ থেকেই ব্যাপক জনসমাগম ঘটানোর পরিকল্পনার কথা গণমাধ্যমে ছাপা হয়েছে। ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের উপস্থিতিতে দেশের বড় দুই রাজনৈতিক দল সমাবেশ করে নিজ নিজ জনপ্রিয়তার পরিচয় তুলে ধরার চেষ্টা করবে। আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান একমুখী নয়। আওয়ামী লীগ চায় আরও এক মেয়াদ সরকারে থাকতে। বিএনপি চায় সরকার ফেলে দিতে। সরকার পরিবর্তনের গণতান্ত্রিক উপায় হলো নির্বাচন। এই নির্বাচন কীভাবে হবে তা নিয়েই দুই দলের মতবিরোধ। আলাপ-আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পথে হাঁটতে দুই দলেরই আগ্রহ কম। এই বিরোধ-বিতর্কের সুযোগে বিদেশি কূটনীতিকদের দৌড়াদৌড়ি রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।