নেতার আদর্শকে যাঁরা হৃদয়ে লালন করেন, তাঁদের চিন্তা ও ভাবনার প্রকাশের মধ্যে তার প্রতিফলন লক্ষ করা যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের মধ্যে অন্যতম হলো মানুষের প্রতি ভালোবাসা, শান্তি ও মুক্তি। তাঁর ভাবনায় থাকত সমগ্র মানবজাতির কল্যাণ, মানবতাকে সমুন্নত রাখা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠা। বঙ্গবন্ধুর রক্ত ও রাজনীতির উত্তরাধিকার শেখ হাসিনা।
তাঁর চিন্তা ও ভাবনার প্রকাশের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিফলন ঘটবে, সেটাই স্বাভাবিক। আমি এখানে মানবতার কল্যাণে প্রযুক্তির ব্যবহার ও তাতে পারস্পরিক অংশীদারি গড়ে তোলা নিয়ে আন্তর্জাতিক ফোরামে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি বক্তব্যের অংশবিশেষ তুলে ধরছি, যার মধ্যে অভিন্ন চিন্তার প্রকাশ দেখা যায়। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম অধিবেশনে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন বঙ্গবন্ধু। ভাষণে তিনি অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার, আগ্রাসন এবং পারমাণবিক যুদ্ধের হুমকিমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানান।
You have reached your daily news limit
Please log in to continue
প্রযুক্তি যেন ক্ষতির কারণ না হয়
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন