কেন এত জাল-জালিয়াতি
কোরবানির ঈদ মোটামুটি নির্বিঘ্নে কেটেছে। মানুষজনের রাস্তাঘাটে কিছুটা কষ্ট হলেও তা অনেকটা সহনীয় পর্যায়ে ছিল। আমরা বেশ কয়েক মাস নির্বাচনে জড়িয়ে আছি। ২১ জুন বাসাইলের পৌর নির্বাচন। সেখানে মূলত তিনজন মেয়র প্রার্থী। একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, অন্যজন কৃষক শ্রমিক জনতা লীগের। বলতে গেলে নির্বাচন অনেকটাই আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নৌকার প্রার্থী ছিলেন আবদুর রহিম। অনেক বছর দেশের বাইরে ছিলেন। কিছু টাকাপয়সা উপার্জন করেছেন। তা ছাড়া গত পাঁচ বছর বাসাইলের মেয়র ছিলেন। স্বাধীনতার পরপরই জাতীয় সমাজতান্ত্রিক দল নামে একটি দলের জন্ম হয়েছিল। তারা তখন বুঝতে পেরেছিলেন কি না জানি না। তবে আমি জাসদকে স্বাধীনতার সন্তান হিসেবেই আগাগোড়া মনে করেছি। দেশ হলে দেশে অনেক রাজনৈতিক দল হবে। আর সেখানে জাসদ ছিল বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল। তারা যদি সঠিক পথে থাকতে পারত তাহলে তাদের আজকের অবস্থা হতো না। জাসদ গঠন করার পর যেখানেই সভা-সমাবেশ করেছে সেখানেই প্রচুর লোক হয়েছে। টাকাপয়সায়ও তাদের তেমন কোনো অসুবিধা হয়নি। কারণ মুক্তিযুদ্ধে পরাজিত শত্রুরা কোথাও দাঁড়াবার জায়গা না পেয়ে জাসদের আশ্রয়ে নিজেদের আড়াল করার চেষ্টা করেছে। যে কারণে তাদের যে কোনো অনুষ্ঠানে আশাতীত লোক হয়েছে। তা ছাড়া সত্যিকার অর্থে মেধাবী যুবসমাজ, ছাত্রছাত্রী অধিকাংশই জাসদের পতাকাতলে স্থান নিয়েছিল।