কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেত্রকোনায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত, মাসহ আহত ৪

প্রথম আলো নেত্রকোনা প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ২১:০৩

নেত্রকোনায় বাসচাপায় সিএনজিতে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় মাসহ আরও অন্তত চারজন আহত হয়েছেন। আজ রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।


নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহবাজপুরের কামারউড়া গ্রামের আবুল হাশেম ওরফে আলাউদ্দিন (৪৫) ও তাঁর ছেলে বনি আমিন (১২)। আর আহত ব্যক্তিরা হলেন আবুল হাশেমের স্ত্রী রুবিয়া আক্তার (৪০), মেয়ে আয়েশা আক্তার (১৪), ফাতেমা আক্তার (২) ও ছেলে আদম আলী (৮)।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুল হাশেম তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে আজ বিকেলে ময়মনসিংহ থেকে সিএনজিতে করে নেত্রকোনার আটপাড়ায় খালুশ্বশুরের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। বিকেল পৌনে পাঁচটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ছেলে বনি আমিন নিহত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও