কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংকটের মাঝে ডেঙ্গু আতঙ্কে দিশেহারা মানুষ

যুগান্তর চপল বাশার প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১৭:২৫

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জাতি যখন বিপর্যস্ত, ঠিক সে সময়ে ডেঙ্গু আতঙ্ক গ্রাস করেছে বাংলাদেশকে। সংবাদপত্র ও গণমাধ্যমে এখন ডেঙ্গু পরিস্থিতি ফলাও করে প্রচার হচ্ছে। হবে না কেন, কাগজে যতটুকু খবর আসছে, পরিস্থিতি আসলে তার চেয়েও ভয়াবহ।


ঢাকার হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি করার জায়গা নেই। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এবার ডেঙ্গু ভয়ানক রূপ নিতে পারে।


চার বছর আগে ২০১৯ সালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় গিয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক-বর্ষা জরিপের তথ্য বলছে, এবারের পরিস্থিতি ২০১৯ সালের চেয়েও কয়েকগুণ খারাপ। ঢাকার দুই সিটি করপোরেশনের ৯৮টি ওয়ার্ডের মধ্যে ৫৫টিই ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। ২০১৯ সালে উচ্চঝুঁকিতে থাকা ওয়ার্ড ছিল ২১টি।


পরিস্থিতি ভয়াবহ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও