You have reached your daily news limit

Please log in to continue


জার্মান ফুটবলের পতনে কি সত্যিই গার্দিওলা দায়ী

২০১৩ সালে বার্সেলোনা ছেড়ে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন পেপ গার্দিওলা। বায়ার্নে গার্দিওলার চাকরির স্থায়িত্ব ছিল ৩ বছর। ২০১৬ সালেই বায়ার্নকে ৭টি শিরোপা জিতিয়ে ইংল্যান্ডে পাড়ি জমান এই স্প্যানিশ কোচ। সেখানে তিনি দায়িত্ব নেন ম্যানচেস্টার সিটির। গত প্রায় ৭ বছরে সিটিকে সম্ভাব্য সব শিরোপাই জিতিয়েছেন এই কোচ। সদ্য শেষ হওয়া মৌসুমে জিতেছেন ট্রেবলও। তবে দুর্দান্ত সব রেকর্ডের মালিক গার্দিওলা নাকি সিটিতে যাওয়ার আগে মাত্র তিন বছরে জার্মান ফুটবলের ভিত নাড়িয়ে দিয়ে গেছেন!

গার্দিওলার ওপর এমন গুরুতর অভিযোগের তির সাধারণ কেউ দাগেননি। জার্মানির ফুটবলের পতনের জন্য গার্দিওলাকে কাঠগড়ায় তুলেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার বাস্তিয়ান শোয়েনস্টেইগার। জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ের অন্যতম এ নায়ক বলেছেন, গার্দিওলার কৌশলের কারণেই মূলত স্বকীয়তা হারিয়ে ধুঁকছে জার্মানির ফুটবল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন