বাংলাদেশের ক্যাম্পে আরেক প্রবাসী ফুটবলার, উপেক্ষিত সাবিনারা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ২০:৩১
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ। এই টুর্নামেন্ট সামনে রেখে সপ্তাহ খানেকের সাময়িক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। আজ সকালে ফিটনেস কোচ লর্ড ম্যাকরনের অধীনে অনুশীলনও হয়েছে। বাংলাদেশ দলের আজকের অনুশীলন সেশনে ছিলেন সুইডেন প্রবাসী নারী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।
টুর্নামেন্টের এক মাস আগে প্রাথমিক নিবন্ধন করাতে হয়। আনিকার বাংলাদেশি পাসপোর্ট থাকায় বাফুফে এএফসি পোর্টালে রেজিস্ট্রেশন করিয়ে রেখেছে। দিন দশেকের ট্রায়ালে ফর্ম ও ফিটনেসে উত্তীর্ণ হলে আনিকা থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ঋতুপর্ণাদের সফরসঙ্গী হতে পারেন। বাংলাদেশ পুরুষ ফুটবল দলে একাধিক প্রবাসী ফুটবলার থাকলেও নারী দলে এত দিন ছিলেন শুধু জাপানিজ সুমাইয়া মাতসুসিমা।
- ট্যাগ:
- খেলা
- নারী এশিয়া কাপ