রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন
ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের সম্ভাব্য ‘রিটায়ার্ড হোমে’র (অবসর–পরবর্তী জীবনে থাকার জন্য বাড়ি) নির্মাণকাজ শেষ হয়েছে। পর্তুগালে অবস্থিত নজরকাড়া এ প্রাসাদের মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ ইউরো বা প্রায় ৩৬৩ কোটি ৪০ লাখ টাকা। আয়তনের দিক থেকে একে দেশটির সবচেয়ে বড় ব্যক্তিগত আবাসন হিসেবেও ধরা হচ্ছে।
বিলাসবহুল এ বাড়িতে রয়েছে স্পা, ব্যক্তিগত সিনেমা হল ও আটলান্টিক মহাসাগরের মনোমুগ্ধকর দৃশ্য দেখার সুযোগ। তবে রোনালদো আদৌ এখানে উঠে বসবাস করবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ছয় বছরের প্রকল্প: ২০২০ সালে শুরু হয়েছিল নির্মাণকাজ
২০২০ সালে সমুদ্রতীরবর্তী এই বিশাল বাড়ির নির্মাণকাজ শুরু হয়। প্রায় ছয় বছর ধরে চলা দীর্ঘ নির্মাণপ্রক্রিয়া শেষে অবশেষে বাড়িটি ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর বাগ্দত্তা জর্জিনা রদ্রিগেজকে বরণ করে নিতে প্রস্তুত।
স্প্যানিশ সাময়িকী ‘সেমানা’ জানায়, বাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ ইউরো। ফলে এটি এখন পর্তুগালের সবচেয়ে দামি ব্যক্তিগত আবাসনের তালিকায় উঠে এসেছে। আয়তন ও ব্যাপ্তির দিক থেকে এটিকে রোনালদোর নিজ দেশে অবস্থিত সবচেয়ে জাঁকজমকপূর্ণ আবাসন হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
- ট্যাগ:
- খেলা
- বাড়ি নির্মাণ
- ক্রিশ্চিয়ানো রোনালদো