সংলাপ-সমঝোতার বিকল্প নেই
দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে আবারও স্থান করে নিয়েছে সংলাপ প্রসঙ্গ। নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের নিজ নিজ অবস্থানে ধনুকভাঙা পণ করে দাঁড়িয়ে থাকার বিষয়টি সচেতন নাগরিকদের শিরঃপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিপ্রেক্ষিতে অনেক আগে থেকেই বিশিষ্টজনেরা দুই পক্ষের মধ্যে একটি অর্থবহ সংলাপ এবং সমঝোতার ওপর গুরুত্ব দিচ্ছেন। এমনকি বিদেশি রাষ্ট্র ও প্রভাবশালী সংস্থাগুলোও রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সংলাপের বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করছে। কিন্তু যাদের ঘিরে এত কথা, তারা এ বিষয়ে এখন পর্যন্ত রয়েছে বিপরীত মেরুতে।
আওয়ামী লীগ আগাগোড়া বলে আসছে নির্বাচন কীভাবে, কোন পদ্ধতিতে হবে, তা সংবিধানে বলা আছে। তা নিয়ে নতুন করে আলোচনার কোনো দরকার পড়ে না। এ-ও বলছে, সংবিধানের বাইরে তারা এক পা-ও যাবে না। অন্যদিকে সরকারের প্রধান প্রতিপক্ষ বিএনপি বলছে, সরকার তাদের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলেই আলোচনা হতে পারে।