কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক তিক্ত হলো কেন?

প্রথম আলো বিরূপাক্ষ পাল প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১১:৩৩

আওয়ামী লীগ সরকার তৃতীয় মেয়াদে এসে পররাষ্ট্রনীতি নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই চ্যালেঞ্জকে কয়েকজন মন্ত্রী অনেকটা ‘যুদ্ধের’ পর্যায়ে নিয়ে গেছেন। সরকারের প্রিয়তা অর্জনে উন্মুখ কিছু মিডিয়া বা টিভি চ্যানেল ‘মার্কিনরা এই দেউলিয়া হয়ে গেল আর কি’ কিংবা ‘পুতিনের ভয়ে আমেরিকা কম্পমান’—এ জাতীয় প্রচারণায় যেন মার্কিনবিরোধী সংগ্রামে নেমে পড়েছে।


এগুলো অনলাইন পোর্টালে দেখার পর ভয়ে ভয়ে জানালা দিয়ে বাইরে তাকাই, কোনো মার্কিন আমাকে বাংলাদেশি জেনে আক্রমণ করতে এল কি না। কিংবা মার্কিন সরকার দেউলিয়া হয়ে গেলে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সপরিবার না খেয়ে মরতে হবে।


যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ নিয়ে কিছু লিখতে গেলে কোনো মার্কিন সংস্থার ‘এজেন্ট’ হয়ে যাই কি না, সে ভয়েও লিখতে মন চায় না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিচার হচ্ছে আদালতে। তখন বাংলাদেশের এক টিভি চ্যানেল থেকে জানলাম, ‘আমেরিকায় রক্তগঙ্গা বয়ে যাবে।’ যেহেতু দেউলিয়া হইনি, রক্তগঙ্গাও বয়ে যায়নি, তাই সাহস করলাম কিছু লিখব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও