বুদ্ধির চর্চা করতে গিয়ে হৃদয় হারাচ্ছি না তো

সমকাল সিরাজুল ইসলাম চৌধুরী প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ০২:০১

দেশে বেকারের সংখ্যা বাড়ছে এবং তাতে অপরাধীর সংখ্যাও যে বাড়বে– এটা তো অবধারিত। একটি দৈনিক পত্রিকা জানাচ্ছে, এক ঢাকা শহরেই বর্তমানে ৬ হাজারের বেশি ছিনতাইকারী সক্রিয়। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনেই ভয়ংকর (ঠিক কিশোরদের নয়) যুবকদের গ্যাংয়ের তৎপরতার খবর কয়েক দিন আগে প্রকাশ পেয়েছে। নাম ‘প্রলয়’। নামই বলে দিচ্ছে তাদের পরিচয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটি চিকিৎসাকেন্দ্র রয়েছে; একাত্তরে আলবদরদের হাতে শহীদ ডা. মোহাম্মদ মোর্তজার নামে যার নামকরণ করা হয়েছে, সেই চিকিৎসাকেন্দ্রের ওপরতলাতে এই গ্যাং নিজেদের সদরদপ্তর প্রতিষ্ঠা করেছে। তাদের কর্মকাণ্ডের কেন্দ্রে রয়েছে সোহরাওয়ার্দী উদ্যান।


তারা নিজেরা মাদক গ্রহণ করে এবং মাতাল অবস্থায় অন্যদের ওপর আক্রমণ চালায়; ছিনতাই করে। সবকিছু প্রকাশ্যে, অথচ গোপনভাবেই সম্পন্ন হচ্ছিল। ফাঁস হয়ে গেছে একজন সাহসী মায়ের দুঃসাহসিক হস্তক্ষেপে। ছেলের ওপর ‘প্রলয় গ্যাং’-এর নিপীড়নের ঘটনা তার সহ্য হয়নি। তাই কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ পেশ করেছেন। তাতে কিছুটা কাজ হয়েছে। প্রলয়ওয়ালারা আপাতত ছত্রভঙ্গ হয়েছে বলে ধারণা করা যায়। তা তারা আপাতত না হয় দমল, তাদের লালনভূমির কী হবে? লালনভূমি তো হতাশা, সৃষ্টিশীল কর্মের অভাব, সাংস্কৃতিকভাবে উন্নত হওয়ার সুযোগহীনতা। সে অভাব ঘুচবে কি? কবে? কীভাবে? ফুঁ দিয়ে কি প্রলয়শিখা নেভানো যাবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও