নিজেদের তৈরি প্রথম কম্পিউটার অপারেটিং সিস্টেম এনেছে চীন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুলাই ২০২৩, ১২:৩৪

প্রথমবারের মতো নিজেদের তৈরি ওপেন সোর্স ডেস্কটপ অপারেটিং সিস্টেম তৈরির ঘোষণা দিয়েছে চীন। নতুন এই অপারেটিং সিস্টেমের নাম ‘ওপেনকাইলিন’।


চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বলেছে, মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে আনার প্রচেষ্টায় এই পদক্ষেপ নিয়েছে দেশটি।


বুধবার ঘোষণা দেওয়া এই অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে প্রচলিত ‘লিনাক্স’ অপারেটিং সিস্টেমের ভিত্তিতে। আর চীনা এই সংস্করণের পেছনে কাজ করেছেন প্রায় চার হাজার ডেভেলপার। দেশটির মহাকাশ প্রকল্পের পাশাপাশি আর্থিক ও শক্তির মতো সেক্টরেও এটি ব্যবহৃত হচ্ছে।


শিল্পখাতের এক প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলেছে, গত বছর দেশটির বিশাল অপারেটিং সিস্টেম বাজারের মূল্য ছিল দুইশ ১০ কোটি ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও