
গনোরিয়া, এমআরএসএ’র ওষুধ উদ্ভাবন করেছে এআই?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫, ১০:৫৫
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্ভাব্য নতুন দুটি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছে, যেগুলো ওষুধ প্রতিরোধী গনোরিয়া ও এমআরএসএ নামের ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে বলে দাবি করেছেন গবেষকরা।
বিবিসি লিখেছে, একটি একটি করে পরমাণু বা অ্যাটম সাজিয়ে অর্থাৎ পরমাণু থেকে শুরু করে এসব অ্যান্টিবায়োটিক ওষুধের গঠন তৈরি করেছে এআই। ল্যাব ও প্রাণীর দেহে পরীক্ষা করে দেখা গিয়েছে, এগুলো গনোরিয়া ও এমআরএসএ-এর বিভিন্ন ব্যাকটেরিয়াকে সফলভাবে ধ্বংস করতে পারে, যেগুলোর চিকিৎসায় প্রচলিত ওষুধ অকার্যকর।
প্রাথমিকভাবে সফল হলেও এ দুটি ওষুধের কয়েক বছর ধরে ক্লিনিক্যাল পরীক্ষা ও পরিমার্জন দরকার, তারপরই এগুলো চিকিৎসার জন্য প্রয়োগ করা যাবে।