স্মার্টফোনে বেডটাইম বা স্লিপ মোড চালু করবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ২১:২৬

রাতে ঘুমানোর আগে স্মার্টফোনে কল বা বার্তা এলে মনোযোগে সমস্যা হয় অনেকের। শুধু তা-ই নয়, ঘন ঘন কল বা নোটিফিকেশন এলে ঘুমও ভেঙে যায়। এ সমস্যা সমাধানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রয়েছে বেডটাইম মোড বা স্লিপ মোড সুবিধা। সুবিধাটির মাধ্যমে নির্দিষ্ট সময়ে কল বা বার্তা আসা বন্ধ রাখার পাশাপাশি ফোনের পর্দার উজ্জ্বলতা কমিয়ে রাখা যায়, ফলে ঘুমে ব্যাঘাত হয় না। অ্যান্ড্রয়েড ফোনে নির্দিষ্ট সময় পর্যন্ত বেডটাইম মোড বা স্লিপ মোড সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।


অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নির্দিষ্ট সময় পর্যন্ত বেডটাইম মোড বা স্লিপ মোড সুবিধা চালুর জন্য প্রথমে সেটিংসে প্রবেশ করে ‘ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস’ অপশনে ক্লিক করতে হবে। এবার বেডটাইম মোড নির্বাচনের পর পাশে থাকা টগলটি চালু করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর সেটআপ বেডটাইম মোড অপশনে ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার সময় নির্ধারণ করতে হবে। এবার ‘ডান’ অপশনে ক্লিক করলেই বেডটাইম মোড চালু হয় যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও