মানুষের মস্তিষ্কের ভেতর নীরব চিন্তাভাবনা বা ‘ইনার স্পিচ’ (মনের কথা) শনাক্ত করার কৌশল উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। মস্তিষ্কের কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির ক্ষেত্রে এটিকে একটি বড় অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে।
এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে সেল বিজ্ঞান সাময়িকীতে। এই উদ্ভাবনের ফলে যেসব মানুষ কথা বলতে পারেন না, তাঁরা চিন্তাভাবনার মাধ্যমেই অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
গবেষণায় দেখা গেছে, একজন ব্যক্তি যখন মনে মনে একটি নির্দিষ্ট শব্দ (যেমন একটি পাসওয়ার্ড) ভাবেন, তখন বিসিআই সিস্টেম সে চিন্তাকে অনুবাদ করা শুরু করে। এ প্রযুক্তির সাহায্যে ৭০ শতাংশের বেশি নির্ভুলতার সঙ্গে মনের ভাবনার পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে।
সাম্প্রতিক সময়ে বিসিআই প্রযুক্তি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ সিস্টেমে মস্তিষ্কের যে অংশ শারীরিক নড়াচড়া নিয়ন্ত্রণ করে, সেখানে সেন্সর স্থাপন করে এবং সেখান থেকে স্নায়ু সংকেত ডিকোড (পাঠোদ্ধার) করা হয়। এটি কৃত্রিম হাত নড়াচড়ার মতো কাজে সাহায্য করে। এখন পর্যন্ত বিসিআই প্রযুক্তি পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের কথা বলার প্রচেষ্টাকে ডিকোড করতে পারত। ব্যবহারকারী যখন কথা বলার চেষ্টা করেন, তখন বিসিআই সে চেষ্টা থেকে উৎপন্ন মস্তিষ্কের কার্যকলাপকে ব্যাখ্যা করে, কম্পিউটারে টাইপ করে। কিন্তু এ প্রক্রিয়া অত্যন্ত ধীর ও ক্লান্তিকর।