শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা আদায়ের জন্য কারখানায় মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ফেরার পথে একজন শ্রমিকনেতাকে সন্ত্রাসী হামলার শিকার হয়ে জীবন দিতে হলো, এর চেয়ে অবিশ্বাস্য ও মর্মান্তিক ঘটনা আর কী ঘটতে পারে?
প্রথম আলোর খবর থেকে জানা যায়, ঈদের আগে ২৫ জুন রাতে শ্রমিকদের বকেয়া মজুরি নিয়ে আলোচনা করার পর শ্রমিকনেতা শহিদুল ইসলাম গাজীপুরের টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড থেকে ফিরে আসার পথে সন্ত্রাসী হামলার শিকার হন এবং পরে হাসপাতালে মারা যান। তাঁর সঙ্গী দুই শ্রমিকনেতা মো. মোস্তফা ও মো. শরীফ আহত হলেও বর্তমানে সুস্থ আছেন।
নিহত শহিদুল ইসলাম ছিলেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি। ওই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কল্পনা আক্তার বাদী হয়ে ছয়জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছেন। তাঁদের মধ্যে পাঁচজনই আরেকটি শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁর অভিযোগ, হামলাকারীরা মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসী। যদিও কারখানার মালিক এ ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
- ট্যাগ:
- মতামত
- বকেয়া
- বকেয়া আদায়
- শ্রমিক
- বেতন