
ঈদ পরবর্তী দ্বিতীয় কর্মদিবসে পুঁজিবাজারে দরপতন
বস্ত্র ও খাদ্য খাতের কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়লেও বাকি সব খাতের শেয়ারের দাম কমেছে। তাতে ঈদ পরবর্তী দ্বিতীয় কর্মদিবস সোমবার (৩ জুলাই) পুঁজিবাজারে দরপতন হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও সূচক। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর ফলে গত দুই কর্মদিবস পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতায় লেনদেন হলো।
আজ দিনের প্রথম দুই ঘণ্টা সূচক ওঠানামার মধ্যদিয়ে লেনদেন চললেও শেষ আড়াই ঘণ্টা লেনদেন হয়েছে শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে। এতেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্ট।