দেড় লাখ টাকার গরুর চামড়ার দাম ১০০ টাকা
‘এবার কোরবানির পশুর চামড়ার দাম নেই বললেও চলে। দীর্ঘ সময় অপেক্ষা করে দেড় লাখ টাকার গরুর চামড়া মাত্র ১০০ টাকায় বিক্রি করেছি। তবে খাঁসির চামড়ার কোনো ক্রেতা না পেয়ে পুঁতে রেখেছি।’ কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর সভার ঝিকিড়া মহল্লার বাসিন্দা আইনুল হক।
চলতি বছর সারা দেশে ঈদুল আজহায় মোট ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদিপশু কোরবানি হয়েছে। এবার সরকার চামড়ার নতুন দাম নির্ধারণ করে দেয়। নির্ধারিত দাম অনুযায়ী, ঢাকায় কোরবানি গরুর লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম ধরা হয় ৫০-৫৫ টাকা। অন্যদিকে সারা দেশে নির্ধারণ করা হয় ৪৫-৪৮ টাকা। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করে সরকার।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কোরবানির পশুর চামড়ার দাম