ঈদের ছুটিতে গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি কেমন থাকবে

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ০৮:৫৪

রাজধানী ঢাকাসহ দেশের মেট্রোপলিটন শহরগুলোতে বিদ্যুতের সরবরাহ গ্রাম অঞ্চলের তুলনায় সব সময় বেশিই থাকে। রাজধানীতে সাম্প্রতিক সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকলেও গ্রাম অঞ্চলের গ্রাহকদের সহ্য করতে হচ্ছিল লোডশেডিং। আরামদায়ক আবহাওয়াসহ কিছু বিদ্যুৎ কেন্দ্র পুনরায় উৎপাদনে ফেরায় গ্রামের লোডশেডিংয়ের তীব্রতা আগের চেয়ে অনেকখানি কমেছে। কোরবানির ঈদের ছুটিতে আরও স্বস্তির মিলবে বলেই জানাচ্ছেন বিদ্যুৎ বিতরণ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 


ঈদসহ অন্যান্য উৎসবগুলোতে পরিবার পরিজন নিয়ে মানুষ যখন গ্রামে ফেরে তখন অনেকের মনে আশঙ্কা ভর করে—লোডশেডিংয়ের যন্ত্রণা সইতে হবে না–তো! সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা জানিয়েছে, ঈদুল আজহায় শহরের পাশাপাশি গ্রামেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেওয়ার প্রস্তুতি রয়েছে। 
 
গত কয়েক দিন এবং আজ বুধবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে তাপমাত্রা কমায় বিদ্যুতে চাহিদা কমেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, গতকাল এবং আজ সারা দেশে কোনো লোডশেডিং ছিল না। সামনের দিনগুলোতেও শীতল আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এ কারণে বিদ্যুৎ সরবরাহ চাহিদা মতো করা যাবে বলে জানিয়েছেন বিপিডিবির সদস্য (উৎপাদন) এসএম ওয়াজেদ আলী সরকার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও