ঘরোয়া উপায়ে কাপড় ইস্ত্রি

দেশ রূপান্তর প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ১০:৫৫

পরিধেয় কাপড় কুঁচকে বা ভাঁজ পড়েছে? হাতের কাছে ইস্ত্রি নেই। কী করবেন ভাবছেন। আপনার জন্য রইল কিছু ঘরোয়া উপায়। যাতে ইস্ত্রি ছাড়া ঘরোয়া উপায়ে টানটান করে ফেলতে পারবেন আপনার কুঁচকানো জামাকাপড়।


হেয়ার স্ট্রেটনার দিয়ে চুল টানটান করলেই হলো না। এই স্ট্রেটনার দিয়ে আপনি কাপড় ইস্ত্রিও করতে পারবেন। তবে স্ট্রেটনার যেন অতিরিক্ত গরম না থাকে, তাহলে জামাকাপড় পুড়ে যেতে পারে। কাপড়ের ওপর খানিকটা পানির ছিটে দিয়ে তারপর ইস্ত্রি করে নিন।



বালিশের নিচে আয়রন ছাড়া জামাকাপড় ইস্ত্রি করার অত্যন্ত সহজ ও পুরনো পদ্ধতি। প্রথমে আপনার কুঁচকানো পোশাকটি ভালো করে ভাঁজ করুন। তারপর আপনি যে বালিশ বা গদির ওপর ঘুমান তার নিচে পোশাকটি রেখে শুয়ে পড়–ন। ঘুম থেকে উঠে দেখবেন জামা একেবারে ইস্ত্রির মতো টানটান হয়ে গেছে।


পানি অ্যালুমিনিয়াম, তামা কিংবা লোহার পাত্রে গরম করুন। পাত্রের তলাটা দিয়ে চেপে চেপে পোশাক ইস্ত্রি করার মতো ভঙ্গিতে ভাঁজের ওপর চালাতে পারেন। দেখবেন ভাঁজ উঠে টানটান হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও