কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদযাত্রায় যেন ডেঙ্গু ছড়িয়ে না যায়

দেশ রূপান্তর তৌফিক সুলতান প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ০৯:৪৯

দেশের সবচেয়ে বড় চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভিড় বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখনো খোলা হয়নি পৃথক ওয়ার্ড বা কর্নার, রোগীদের যথাযথ চিকিৎসায় গুরুতর অসুস্থদের জন্য নেই পৃথক আইসিইউ সুবিধা। ডেঙ্গু আক্রান্তদের মশারি ব্যবহার বাধ্যতামূলক হলেও তা মানা হচ্ছে না।


ওয়ার্ডে জায়গা না পেয়ে অনেক রোগী মেঝে ও করিডরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি অন্য রোগীদেরও সেবা দেওয়া হচ্ছে। ডেঙ্গু চিকিৎসায় এখনই যথাযথ পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।



এদিকে এমন পরিস্থিতিতে ডেঙ্গু রোগীদের স্বজন এবং সেবায় নিয়োজিত নার্স ও চিকিৎকদের ঈদ আনন্দ বিবর্ণ হতে চলেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভবনের ইউনিট-৫ এর ৭০২নং ওয়ার্ডে ৫ নম্বর বিছানায় ভর্তি শনির আখড়ার সুমাইয়ার কথাই যদি বলি, বিছানায় মশারি থাকলেও মাথার পাশে গুছিয়ে রেখেছেন। জানতে চাইলে তার ভাই ফরহাদ আহমেদ বলেন, মশারি টানালে গরম লাগে। এই ওয়ার্ডের দুজন নার্স, ১৮ দিন আগে সুমাইয়া ও তার দুবোন, এক ভগ্নিপতি এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। সুমাইয়ার দাঁতের রক্তপাত বন্ধ না হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও