জনপ্রিয় হয়ে উঠেছে আইনি সহায়তা
নানা কারণে সমস্যা জর্জরিত মানুষ আইনি প্রতিকারের আশায় আদালতের দ্বারস্থ হন। ধনী–গরিব নির্বিশেষে যে কারও অধিকার লঙ্ঘিত হতে পারে। বিচার পেতে আইনে নির্ধারিত কোর্ট ফি ছাড়াও মামলা দায়ের থেকে শুরু করে নিষ্পত্তি পর্যন্ত বেশ পয়সাপাতি খরচ হয়। এর মধ্যে রয়েছে আইনজীবীর ফি পরিশোধ, ওকালতনামা ক্রয়, রায় ও আদেশের অনুলিপি সংগ্রহ, হাল আমলে ডিএনএ টেস্টের খরচ ইত্যাদি। এর মধ্যে খরচ বেশি হয় আইনজীবীর ফি পরিশোধে। যত বড় আইনজীবী, তাঁর তত বেশি ফি।
গরিব মানুষ এসব পয়সাপাতি খরচের ভয়ে অধিকার বঞ্চিত হয়েও আদালতের দ্বারস্থ হতে ভয় পান। একসময় বিচার পেতে সাত ঘাটে টাকা খরচের ভয়ে আদালতে না এসে তাঁরা মুখ বুজে সব সহ্য করতেন। এ কারণে বিত্তবানদের প্রতিপক্ষ হয়ে দরিদ্র অসহায় মানুষের পক্ষে আইনি লড়াই চালানোটা একপ্রকার অসম্ভব ছিল। ব্রিটিশ বা পাকিস্তানি আমলেও অর্থবিত্ত খরচের সামর্থ্য না থাকায় আইনের আশ্রয় থেকে বঞ্চিত হয়েছেন অনেকে।