বিকল্প নেই বলেই আওয়ামী লীগ খুব চিন্তিত নয়

www.ajkerpatrika.com বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ১০:৪৬

ঈদের ছুটির মধ্যে রাজনীতি নিয়ে লেখা হয়তো পাঠকদের বিরক্তির কারণ হতে পারে। অসংখ্য মানুষ ঈদ উদ্‌যাপনের জন্য ঢাকা ছেড়ে যাচ্ছে। মানুষের এই যাওয়া ও আসা নিরাপদ ও নির্বিঘ্ন হোক, সেটাই কামনা করি। রাজনীতির প্রতি যতই বিরূপতা তৈরি হোক না কেন, শেষ পর্যন্ত তো রাজনীতির কাছেই আমাদের ফিরে যেতে হয়। দেশ ভালো চলবে না খারাপ চলবে, তা-ও তো নির্ভর করে রাজনীতিরই ওপর। এবারের কোরবানির ঈদ উদ্‌যাপন করা হবে ‘ঈদের পর কঠিন আন্দোলন’ এই আশা কিংবা আশঙ্কা মাথায় নিয়েই।


দেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এক দফা দাবিতে ঈদের পর কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। অবশ্য এটা বিএনপি বহু বছর ধরেই বলে আসছে।


দলটি ২০০৬ সালের ২৮ অক্টোবর ক্ষমতা ছেড়েছে। তারপর প্রায় ১৭ বছর চলে গেছে। এর মধ্যে দুই বছরের মতো ছিল বিশেষ ধরনের তত্ত্বাবধায়ক সরকার। শেখ হাসিনা ২০০৯ সালের জানুয়ারি থেকে টানা ১৪ বছরের বেশি সময় ক্ষমতায়। ২০১০ সালের ঈদের সময় থেকেই বিএনপির নেত্রী খালেদা জিয়া বলে আসছেন, ‘ইনশা আল্লাহ, ঈদের পর আন্দোলন শুরু করব। দুর্নীতিবাজ সরকারকে বিদায় করব। আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত হন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও