কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিনিয়োগের এত সহজ রিটার্ন আর কোথাও আসে না

বাংলাদেশ প্রতিদিন এ কে আবদুল মোমেন প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ১৫:৫৮

বাংলাদেশ বিপুল সম্ভাবনার দেশ। সুদূর অতীতে এ দেশের সৌন্দর্য এবং সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে আরব ও ইউরোপ থেকে বণিকরা বাণিজ্যের উদ্দেশ্যে এ দেশে আসত। এখন সে অবস্থার আরও উন্নতি হয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীর অত্যন্ত কাক্সিক্ষত গন্তব্য বাংলাদেশের বাজার। কারণ বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। নিশ্চয়তা আছে সব ধরনের অবকাঠামোগত সুুবিধার। এখানে বিনিয়োগকারীদের সব ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। ভৌগোলিকভাবেও বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে পৃথিবীর মধ্যে বাংলাদেশ বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা। দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র হিসেবে বাংলাদেশ প্রায় ৩০০ কোটি মানুষের বাজার হতে পারে।


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দায়িত্ব নিয়েই দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর সরকারের নিরলস পরিশ্রমে বিদ্যুৎ, আইসিটি এবং যোগাযোগ খাতের উন্নয়নে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, তৃতীয় সমুদ্রবন্দরসহ ছোট-বড় অসংখ্য অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। মহেশখালীতে দেশের প্রথম দুটি (প্রতিটি ৫০০ মিলিয়ন ঘনফুট ধারণ ক্ষমতাসম্পন্ন) ভাসমান LNG টার্মিনাল স্থাপন কার্যক্রম ইতোমধ্যে সমাপ্ত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও