প্রিগোজিন: এক রুশ অভিজাতের উত্থান ও পতন

সমকাল এমকে ভদ্রকুমার প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ০২:৩১

রুশ অভিজাত ও ভাড়াটে সৈন্যদের প্রতিষ্ঠান ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিনের বিদ্রোহ সফলভাবে মোকাবিলা করেছে ক্রেমলিন। শুক্রবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রিগোজিন অভিযোগ করেছেন, রুশ সরকার ইউক্রেনের ওপর হামলার যে সিদ্ধান্ত নিয়েছে, তা মিথ্যা ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তিনি সের্গেই শোইগুর নেতৃত্বাধীন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অভিযুক্ত করেছেন। তাঁর মতে, উপ-প্রতিরক্ষামন্ত্রী শোইগু ‘ইউক্রেন পুরো ন্যাটোকে সঙ্গে নিয়ে রাশিয়া আক্রমণের পরিকল্পনা করেছে বলে দেশ ও প্রেসিডেন্টকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন।’ প্রিগোজিন দাবি করেছেন, রাশিয়ার নিয়মিত বাহিনী ওয়াগনার গ্রুপের ওপর মিসাইল হামলা করে তাঁর অনেক সৈন্যকে হত্যা করেছে।


প্রিগোজিন বলেন, ওয়াগনার পরিষদে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা রাশিয়ার সামরিক নেতৃত্বের মধ্যকার বদমাশদের শায়েস্তা করবেন। তাদের জবাবদিহি করতে ওয়াগনার বাহিনী মস্কোর দিকে মার্চ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি (সাবেক কেজিবি) একে সামরিক বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করেছে। সেন্ট পিটার্সবার্গে অবস্থিত ওয়াগনারের কেন্দ্রীয় কার্যালয় সিলগালা করা হয়েছে। রাশিয়ার সরকারি আইনজীবী বলেছেন, এই অপরাধের শাস্তি হলো ১২ থেকে ২০ বছরের কারাদণ্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও