বিদেশি শক্তির কাছে যাওয়া না-যাওয়া
আমাদের বিক্রমপুরের একটি প্রবাদবাক্য, ‘কারে কমু কলই চোরা, নিজের মাথায় এক বোঝা’। এর মর্মার্থ হলো, একই দোষে দোষীরা একে অপরকে নিন্দা-সমালোচনা করা মানায় না, উপদেশ দেওয়া তো নয়ই। আমাদের সমাজজীবনের নানা স্তরে এই প্রবাদের বাস্তব প্রতিফলন দেখতে পাওয়া যায়।
দেখা যায়, যে লোকটি একটি কাজের নিন্দা করছে, সে নিজেই ওই কাজে লিপ্ত, গোপনে বা প্রকাশ্যে। রাজনীতিতেও এর ব্যতিক্রম নেই। আমাদের রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি নিন্দা-সমালোচনার বাক্য গোলা নিক্ষেপ করতে বড়ই সিদ্ধহস্ত।
তারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নানা রকম মুখরোচক কথাবার্তা বলে থাকে, যা জনসাধারণ বেশ উপভোগ করে। অবশ্য এটাকে আমি নেতিবাচক হিসেবে দেখি না। এই সমস্যা-সংকুল সময়ে আমাদের মুখের হাসি তো কর্পূরের মতো উবে গেছে প্রায়। সে সময় রাজনীতিকদের কোনো কোনো কথা যখন হাস্যরসের সৃষ্টি করে, তখন প্রাণ খুলে একটু হাসার সুযোগ পাওয়া কম কথা নয়।
- ট্যাগ:
- মতামত
- বিদেশি কূটনীতিক