বর্ষায় চুল ঝরে পড়া রোধ করতে এবং জেল্লা ফিরিয়ে আনতে বাড়িতে কী ভাবে করবেন ‘হেয়ার স্পা’
ক’দিনের বৃষ্টিতে অতিরিক্ত গরম থেকে রেহাই মিলেছে ঠিকই। তবে বর্ষাকাল মানেই তো চুলের বারোটা। সে বৃষ্টির জল মাথায় পড়ুক বা না পড়ুক, চুল ঝরবেই। তেল, শ্যাম্পু বা ঘরোয়া টোটকাতেও এই চুল ঝরার পরিমাণে লাগাম টানা যাচ্ছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই চুল কেটে ফেলার সিদ্ধান্ত নেন। তবে সালোঁর পেশাদার, দক্ষ কর্মীরা বলেন চুল কাটলে চুল পড়ার পরিমাণে কোনও হেরফের হয় না। চুলের দৈর্ঘ্য কমে যাওয়ায় চুল কম পড়ছে বলে মনে হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে মাসে একটি করে স্পা করানোর পরামর্শ দেন অনেকেই। তবে সকলের পক্ষে তো প্রতি মাসে সালোঁয় গিয়ে স্পা করানো সম্ভব হয় না। তাই চুলের যত্নে বাড়িতেই এই স্পা করে ফেলা যায়। কিন্তু তার আগে জেনে রাখা জরুরি কাদের হেয়ার স্পা করা প্রয়োজন। প্রত্যেকের চুল এবং মাথার ত্বকের ধরন অনুযায়ী আলাদা স্পা রয়েছে। কোনও পেশাদার কর্মীর পরামর্শ ছাড়া বাড়িতে স্পা করতে গেলে সেই সব বিষয়ে বিস্তারিত জেনে রাখা জরুরি।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- হেয়ার স্পা