ব্লিঙ্কেনের সফর কি উত্তেজনার পারদ কমাবে

প্রথম আলো হাসান ফেরদৌস প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১৫:০৪

দুই মাস আগেই ঠিক করা ছিল, চীন সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বেলুন-সংকট ও বিবিধ সমস্যার কারণে তা পেছাতে হয়েছিল। এই সফর আদৌ হবে কি না, এমন একটা আশঙ্কাও ছিল। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তাঁর চীনা প্রতিপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হন। শেষ পর্যন্ত বৈঠক হয়েছে, যাকে উভয় পক্ষই অর্থপূর্ণ বলেছে। সফরের একদম শেষ মুহূর্তে প্রেসিডেন্ট সি চিন পিং এসে হাত মেলান ব্লিঙ্কেনের সঙ্গে। তাঁদের দুজনের হাসিমুখ দেখে মনে হলো, এই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ কিঞ্চিৎ হলেও কমতে শুরু করেছে।


ডিকাপ্লিং বনাম ডিরিস্কিং 
সাম্প্রতিক সময়ে কূটনৈতিক পরিভাষায় দুটি নতুন শব্দ বেশ শোনা যাচ্ছে—ডিকাপ্লিং ও ডিরিস্কিং। প্রথমটির অর্থ সম্পর্কচ্ছেদ, দ্বিতীয়টির অর্থ ঝুঁকি কমানো। চীন-মার্কিন সম্পর্ক প্রসঙ্গেই শব্দ দুটির বেশ নাড়াচাড়া হচ্ছে। চীনের সঙ্গে বিচ্ছেদের কথাটা প্রথম তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি চীনের ব্যাপারে কতটা কঠোর, তা প্রমাণের জন্য ওই ‘ডিকাপ্লিং’-এর কথা ফুলিয়ে-ফাঁপিয়ে বলেছিলেন। ‘আমার জায়গায় জো বাইডেন প্রেসিডেন্ট হলে তিনি চীনের কাছে দেশ বন্ধক রাখবেন’—এমন বাগাড়ম্বরও করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও