You have reached your daily news limit

Please log in to continue


সাংবাদিক গোলাম রব্বানিকে চেয়ারম্যানের হুমকি দেওয়ার অডিও ভাইরাল

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি ওরফে নাদিম হত্যার প্রধান আসামি ও সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে মাহমুদুলকে বলতে শোনা যায়, ‘সাংবাদিক নাদিমকে ঠিক করতে আমার এক মিনিটের বিষয়’। আজ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে।

অডিও ক্লিপটি ২ মিনিট ৩৬ সেকেন্ডের। এতে মাহমুদুল আলমের বক্তব্য শোনা যায়। একপর্যায়ে তিনি বলেন, ‘নাদিম সাংবাদিকেরে আমি মনে করব, এটার জন্য দায়-দায়িত্ব উপজেলা আওয়ামী লীগের। নাদিম সাংবাদিকরে ঠিক করতে-এক মিনিটের বিষয়।’

এ সময় সভায় উপস্থিত অনেককে হাতাতালি দিতে এবং ‘ঠিক, ঠিক’ বলতে শোনা যায়। বাবু আরও বলেন, ‘কিন্তু আমি বাবু যামু শাসন করতে, তহন যদি উপজেলা আওয়ামী লীগ হাউহাউ করে হাসে যে বাবু বিপদে পড়ছে পড়ুক।’ এরপর সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের প্রসঙ্গ ছেড়ে অন্য বক্তব্য দিতে থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন