
ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত
১৫ বছরের শিশুসহ চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে জেনিন শহরের শরণার্থী শিবিরে সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে চার ফিলিস্তিনির প্রাণ যায়। খবর: বিবিসি’র।
ইসরায়েলি সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করে। এতে চার ফিলিস্তিনি নিহত হন।ইসরায়েলের সীমান্তরক্ষী বাহিনীর সাতজন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানায় দেশটির সামরিক বাহিনী। ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলি হেলিকপ্টারে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি বাহিনী।