
ভারতের বিরুদ্ধে পাকিস্তানিরা কী চায়?
যুগান্তর
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ১৭:২৪
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। আর এ পরিস্থিতিতে সবার নজর ইসলামাবাদের জনগণের প্রতিক্রিয়ার দিকে। ভারতের হামলার জবাবে পাকিস্তান কী পদক্ষেপ নেবে তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থানরত নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক হাসান খান এ বিষয়ে জানান, জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) পাকিস্তান সেনাবাহিনীকে যথাসময়ে এবং যথাযথ পদ্ধতিতে প্রতিক্রিয়া জানাতে অনুমোদন দিয়েছে। তিনি বলেন, জনগণ এখন সেনাবাহিনীর কাছ থেকে ভারতের বিরুদ্ধে ব্যাপক শক্তিশালী ও কঠোর জবাবের প্রত্যাশা করছে। আল-জাজিরা
হাসান খান বলেন, সেনাবাহিনী এখন প্রচণ্ড চাপে আছে। পাকিস্তানিরা ভারতের হামলার চেয়ে আরও কঠোর জবাব আশা করছে।