
অপারেশন সিঁদুরে ভারতীয় উড়োজাহাজ ছিনতাইয়ের হোতা রউফ আজহার নিহত: বিজেপি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ১৯:৫৫
১৯৯৯ সালে ভারতীয় এয়ারলাইন্সের আইসি-৮১৪ উড়োজাহাজ যাত্রীসহ অপহরণের ঘটনার হোতা হিসাবে উঠে এসেছিল আব্দুল রউফ আজহারের নাম। রউফ জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহম্মদ এর প্রধান মাসুদ আজহারের ছোট ভাইও।
মঙ্গলবার ভারতের চালানো অপারেশন সিঁদুরে পাকিস্তানের মূল ভূখণ্ড এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে নিহত জঙ্গিদের মধ্যে উড়োজাহাজ অপহরনের সেই হোতা আব্দুল রউফ আজহারও আছেন বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
অপারেশন সিঁদুর অভিযানে মোট ৯ টি জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে ভারত। সেগুলোর মধ্যে আছে পাকিস্তানের মূল ভূখণ্ড বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের মূল ঘাঁটি এবং মুরিদকে-তে লস্কর-ই-তৈয়বার মূল ঘাঁটি।