পুজোয় ব্যবহৃত তামার পাত্র কালো হয়ে যাচ্ছে? ৫ টোটকা মানলেই ঝকঝকে হবে শখের বাসন

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ২০:৫১

রোজের পুজো করার সময়ে স্টিলের ছোট ছোট থালা-বাসনেই কাজ হয়ে যায়। কিন্তু বাড়িতে বিশেষ কোনও পুজো থাকলে সযত্নে তুলে রাখা তামার বাসনপত্রগুলি আলমারি থেকে বার করতেই হয়। অনেকের বাড়ির পুজোর বাসন বা সামগ্রী বেশ পুরনো হয়। তার কালচে দাগ কিছুতেই উঠতে চায় না। তামার বাসনের ক্ষেত্রে আবার মরচে পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। পুজোর সময় বাসনগুলি ঝকঝকে না হলে দেখতে মোটেই ভাল লাগে না। হোমকুণ্ড থেকে কোশকুশি— জেনে নিন, সহজেই তামার বাসন পরিষ্কার করবেন কী ভাবে।


১) কালো হয়ে যাওয়া তামার পাত্র পরিষ্কারের জন্য ভিনিগার ব্যবহার করতে পারেন। তামার পাত্রগুলিতে ভাল করে ভিনিগার লাগিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। তার পর কোনও শক্ত কাপড় দিয়ে ভাল করে ঘঁষে পরিষ্কার করে নিন। পাত্রের কালো দাগছোপ উঠে যাবে।


২) তামার বাসন পরিষ্কার করতে তেঁতুল সবচেয়ে বেশি কার্যকর। এক কাপ জলের মধ্যে তেঁতুল ভিজিয়ে রাখুন প্রায় ৩০ মিনিট। এর পর হাত দিয়ে পাত্রের গায়ে ভাল করে মাখিয়ে নিন। কিছু ক্ষণ পর শক্ত কোনও কাপড় দিয়ে পরিষ্কার করে নিলেই চকচকে হয়ে উঠবে সাধের তামার বাসন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও