কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কোরবানির ঈদের আগে গরুর লাম্পি স্কিন রোগে খামারিরা শঙ্কায়

কোরবানির ঈদের আগে দেশের কয়েকটি জেলায় গরুর লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়ায় ভয়ের মধ্যে পড়েছেন খামারিরা। কিছু জায়গায় গরু মারা যাওয়ার খবরও জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

দুই থেকে আড়াই মাসে এই রোগে সিলেটে ২০০-২৫০, বরগুনায় ২০-২৫, নেত্রকোণায় ৭-৮টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর বাইরে ময়মনসিংহ, যশোর ও শেরপুরেও গরু আক্রান্ত হচ্ছে।

আমদানি করা পশুর মাধ্যমে প্রায় এক দশক আগে প্রথম দেশে রোগটি শনাক্ত করা হয়; তবে গত পাঁচ বছর ধরে এর প্রাদুর্ভাব বেড়েছে বলে জানান প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা।

তারা বলছেন, লাম্পি স্কিন রোগ বা এলএসডি ভাইরাসে আক্রান্ত গরু দিয়ে কোনো অবস্থাতেই কোরবানি দেওয়া চলবে না।

এ রোগে আক্রান্ত পশুর মধ্যে ২০ শতাংশ মারা যায়; বাকি ৮০ শতাংশ ভালো হয়ে গেলেও রোগটির নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা চিকিৎসা নেই।

মূলত গরু ও খামারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য খামারিদের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে এ রোগে মানুষের আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন