![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/nbr-20250211203055.jpg)
ভ্যাট নিবন্ধন ৫ লাখ ৪৭ হাজার, ৬ মাসে প্রবৃদ্ধি ২৬ শতাংশ
জুলাই-আগস্টের সংকট কাটিয়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট নিবন্ধনে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ৬ মাসে ভ্যাট নিবন্ধনে ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বর্তমান ভ্যাট নিবন্ধন দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৪৭ হাজার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিবৃতিতে এনবিআর এসব তথ্য জানায়।
এ বিষয়ে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, মাঠ পর্যায়ের সকল কমিশনারগণকে নতুন নিবন্ধন প্রদান ও আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সাথে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ছাড়া সকল কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা বাড়ানো জন্য মেধাজাত কর্মকাণ্ডের মাধ্যমে আউট অব দা বক্সে কাজ করার জন্য বলা হয়েছে। কর্মকর্তাদের কর্মপ্রবণতা, দক্ষতা ও সৃজনশীল কাজের মাধ্যমে নিবন্ধন সংখ্যা প্রবৃদ্ধিতে সকল কর্মকর্তাকে ‘বিশেষ স্বীকৃতি’ প্রদান করা হবে।