![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2018%2F01%2F23%2F777e26dde13dcb5cb97eef29b0c75075-5a66e978966ea.jpg?rect=125%2C0%2C1350%2C900&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি নিয়ে জটিলতা
প্রথম আলো
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১
বেক্সিমকো গ্রুপের চালু প্রতিষ্ঠানের শেয়ার ও সম্পদ বিক্রি করে শ্রমিক–কর্মচারীদের পাওনা পরিশোধে জটিলতা দেখা দিয়েছে। কারণ, এসব শেয়ার ও সম্পদ ব্যাংকের কাছে বন্ধক রয়েছে। ফলে শেয়ার বিক্রির জন্য কোনো কর্মপদ্ধতি ঠিক করতে পারেনি সরকার।
বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকসের মালিকপক্ষের শেয়ার বিক্রি করে গ্রুপটির বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানের কর্মীদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেয় বেক্সিমকো শিল্পপার্কের প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা–সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এ কমিটির প্রধান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। কমিটি সিদ্ধান্ত নিয়েছিল চলতি মাসের মধ্যে শেয়ার বিক্রি করে গ্রুপটির বন্ধ কারখানার শ্রমিক–কর্মচারীর পাওনা পরিশোধ করা হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে।