![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025February/bsec-enquiry-committee-report-110225-1739289873.jpg)
‘অনিয়ম’: বেক্সিমকো গ্রিন-সুকুকসহ ৬ কোম্পানির তদন্ত প্রতিবেদন জমা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২২
বেক্সিমকো গ্রিন-সুকুক, আইএফআইসির টাউনশিপ বন্ড, বেস্ট হোল্ডিংসের আইপিও ও ফরচুর সুজসহ ছয় কোম্পানির ‘অনিয়ম ও কারসাজির’ তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।
মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদের কাছে ছয়টি তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন 'অনুসন্ধান ও তদন্ত কমিটির’ সদস্যরা।
পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি বলেছে, বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইসতিসনা, আইএফআইসি গ্যারান্টেড গাজীপুর শ্রিপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড, বেস্ট হোল্ডিংস লিমিটেডের আইপিও, ফরচুন সুজ লিমিটেড, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও কোয়েস্ট বিডিসি লিমিটেডের উপর তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।