কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রত্যাশা প্লাস্টিকমুক্ত একটি দেশের

দৈনিক আমাদের সময় শেলী সেনগুপ্তা প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ০৯:৫০

আমাদের প্রতিদিনের জীবনে সকাল থেকে রাত পর্যন্ত যে জিনিসটির ওপর বেশি নির্ভর করা হয় তা হলো প্লাষ্টিক। আজকাল প্লাস্টিকবিহীন জীবনের কথা আমরা যেন ভাবতে ভুলে গেছি।


সবচেয়ে বড় কথা মানুষ অভ্যাসের দাস, তার পরও মানুষকে তার নিত্যদিনের অভ্যাস থেকে ফিরিয়ে আনা যায়। এই অনাকাক্সিক্ষত অভ্যাস থেকে মানুষকে যদি চটের ব্যাগ ব্যবহারে অভ্যস্ত করা যায় তা হলে আমাদের জাতীয় সম্পদ পাটও তার যথোপযুক্ত মর্যাদা পাবে।


আমরা নিজেরাও মাটি, পানি, বাতাস ও খাদ্য উৎপাদনসহ ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে পারি। প্রতিবছর ৫ জুন তারিখটিতে ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপন করা হয়। এদিন বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা অভিযান, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা এবং প্রচারমাধ্যমে কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়ে থাকে। প্রতিবছর ‘বিশ্ব পরিবেশ দিবস’-এ পরিবেশগত সমস্যা এবং এর সঠিক সমাধানের প্রতি আলোকপাত করা হয়। এ বছর প্লাস্টিক বর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের মূল বিষয় নির্বাচন করা হয়েছে, ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও