বিরোধী দলের উপনেতা কি সরকারের করুণায় চলেন
১১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের দুই সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদেরের কঠোর সমালোচনা করেছেন। জিএম কাদের কোথায় ভুল বলেছেন, সেটা তারা বলেননি। তাদের মাথা ব্যথার কারণ হলো সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে কেন তিনি সরকারের সমালোচনা করবেন। বিএনপির নেতারা সরকারের সমালোচনা করতে পারেন। কিন্তু জি এম কাদের কেন করবেন?
দিনাজপুর-৫ আসনের সরকারদলীয় এমপি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি অবাক হয়ে গেলাম। বিরোধীদলীয় উপনেতা বললেন, দেশ নাকি নীরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে। আমীর খসরু (বিএনপি নেতা) সে কথা বললে সহ্য হয়। এ কথা ফখরুল (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) বললে সহ্য হয়। জি এম কাদের সাহেব বললেন, দেশ নাকি নীরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে।’
বাংলাদেশ নীরবে শ্রীলঙ্কা হয়ে গেছে, জি এম কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা জানতাম বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে’, ‘বাংলাদেশ ফ্যাসিস্ট হয়ে গেছে’; এ রকম অনেক কিছুই বলেন তিনি। সেটা আমরা বুঝি। কিন্তু জি এম কাদের সাহেব যা বললেন, সেটি আমরা বুঝি না। কারণ হচ্ছে, তার দল শেখ হাসিনার কাছ থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে এ ধরনের অসত্য ভাষণ দেবেন, সেটা তো আমরা বুঝি না।’