গলায় বয়সের ছাপ রোধে করণীয়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১৩:১২
গলায় বয়সের ছাপ আগে পড়ে। আর এই অংশে যত্নের বিষয়ে অধিকাংশই উদাসীন।
ফলে সহজেই গলা ও ঘাড়ে বয়সের ছাপ, ভাঁজ এমনকি ত্বক ঝুলে পড়ার সমস্যা দেখা যায়।
রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক সিটির বোর্ড প্রত্যয়িত ত্বক বিশেষজ্ঞ কারমেন ক্যাস্টিলা বলেন, “ঘাড় ও গলার ত্বক মুখের ত্বকের তুলনায় বেশি পাতলা, তাই কোলাজেন কমে যাওয়ায় ত্বকে সামান্য ভাঁজ ও ঝুলে পড়াভাব বোঝা যায়।”
পাশাপাশি তেলগ্রন্থি, চুলের ফলিকল ও ‘স্টেম সেল’ কম থাকায় গলার বয়সের ছাপ আগে পড়ে।
তিনি আরও বলেন, “গলার ত্বকের বার্ধক্যের সাধারণ লক্ষণগুলো হল- আড়াআড়ি রেখা পড়া, উলম্ব ভাঁজ, পাতলা ত্বক এবং মলিনতা।”
যদিও গলার বয়সের ছাপ দূর করার কোনো স্থায়ী উপায় নেই। তবে কিছু কার্যকর টিপস অনুসরণ ত্বকের এই সূক্ষ্ম ক্ষতি থেকে রক্ষা করতে পারে। এতে ত্বকের তারুণ্য ও সতেজভাব বজায় থাকে।