পঞ্চগড় ও শেরপুরে দ্রুত পদক্ষেপ নিন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ০৮:০৬

করোনা মহামারি থেকে শিক্ষা নিয়ে আমাদের স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর দাবি উঠেছিল সর্বমহল থেকে। কিন্তু মহামারির আগে আমাদের স্বাস্থ্যব্যবস্থার যে চিত্র ছিল, এখনো তেমনটিই রয়ে গেছে। সন্দেহ নেই, বরাদ্দের অঙ্কে ও প্রকল্প বাস্তবায়নে স্বাস্থ্য খাতে বিপুল উন্নয়ন হয়েছে। চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ বিপুল জনবল নিয়োগ হয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে, অবকাঠামোগত প্রকল্পকেই গুরুত্ব দেওয়া হয়েছে বেশি এবং অনেক জায়গায় পড়ে আছে বিশাল বিশাল ভবন। আর চিকিৎসকের পদও শূন্য হয়ে আছে অনেক জায়গায়। দামি দামি চিকিৎসাসরঞ্জাম ও অ্যাম্বুলেন্স দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হলেও সেগুলো বিকল বা পড়ে আছে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়ের তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর সদর হাসপাতালে। এ কারণে সেখানে সাধারণ রোগীদের দুর্ভোগ তৈরি হয়েছে এবং চিকিৎসাসেবার জন্য তাদের ব্যয়ও বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও