বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম বেড়ে গেলে দেশের বাজারে মূল্যবৃদ্ধির একটা যুক্তি থাকতে পারে। কিন্তু যখন বিশ্ববাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম কমতির দিকে, তখন দেশীয় বাজারে দাম বেড়ে যাওয়া, কিংবা বিশ্ববাজারের কাছাকাছি হারেও না কমা শুধু অস্বাভাবিক নয়, উদ্বেগজনকও বটে।
দুর্ভাগ্য হলো আমাদের রাজনীতি, অর্থনীতি কিংবা বাজার—কোনোটিই যুক্তির ধার ধারে না। সবখানে জবরদস্তি চলছে। যে যখন যেখান থেকে পারে ফাও মুনাফা কামিয়ে নিচ্ছে। আর পকেট কাটা যাচ্ছে সাধারণ মানুষের।
বাণিজ্য মন্ত্রণালয়ে সম্প্রতি ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত টাস্কফোর্স’-এর একটি বৈঠক হয়। সেখানে আটটি নিত্যপণ্যের বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) উত্থাপিত প্রতিবেদনে যেসব তথ্য ও পর্যবেক্ষণ উঠে এসেছে, তা স্বস্তিদায়ক নয়। পণ্যগুলো হলো গম (আটা), চিনি, সয়াবিন তেল, পাম তেল, মসুর ডাল, পেঁয়াজ, রসুন ও আদা।